এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পটল চুরিকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ভগবানগোলা

Published on: September 8, 2020

নিজস্ব প্রতিবেদন: জমির পটল চুরি কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে তুলকালাম ভগবানগোলা। পুরনো বিবাদ মাথা চাড়া দিয়ে ওঠায় দু পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহিসাস্থালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামকান্তপুর এলাকায়। দু পক্ষের সংঘর্ষে গুরুতর জখম ৩ জন স্থানীয় কানাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষই স্থানীয় থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। এলাকার একটি জমিতে পটল চুরির অভিযোগের মীমাংসায় সালিশি সভা বসে গ্রামে। সেই সভায় অভিযুক্ত আনোয়ার শেখ কে হায়দার সেখের জমিতে পটল চুরি করার অভিযোগে নগদ ৩০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সময় ঘটনায় সাক্ষী দেয় হায়দার সেখের আত্মীও টিটু শেখ। সেই ঘটনার প্রতিশোধ নিতে এদিন আনোয়ার শেখের পরিবারের লোকজন- টিটু শেখকে হাতের কাছে পেয়েবেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এরপর পরিস্থিতি জটিল আকার নেয়।। পাল্টা হায়দার শেখের পক্ষের লোকজন ঘটনার খবর পেয়ে আনোয়ার ও তার আত্মীয়দের ওপর এসে চড়াও হয় বলে অভিযোগ।

পটল চুরিকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ভগবানগোলা from IMAGIN CTv on Vimeo.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now