পঞ্চায়েত প্রতিক্রিয়ার আদালতের রায়ে কি মত রাজনৈতিক মহলের ?

Published By: Madhyabanga News | Published On:

পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় প্রক্রিয়ায় ১৬ ই এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেকলকাতা হাই কোর্ট। আদালতের নিরদেশের পর ভোটের দিন নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। শাসক দল থেকে বিরোধীরা পরবর্তী কি টার্গেট রাখবেন? তাদের প্রতিক্রিয়া কি? দেখুন এই রিপোর্ট।

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ৩ রা মে মুর্শিদাবাদ এবং বীরভূম দ্বিতীয় দফায় ভোটের দিন ঠিক হয়। মনোনয়ন পর্ব শুরু হয় ২ রা এপ্রিল। তবে মনোনয়ন শুরু হতেই বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে মনোনয়নে বাধা, না দেওয়ার বিষয়ে অভিযোগ তোলেন। বিভিন্ন জায়গায় শুরু হয় হিংসা হানাহানির ছবি। ১২ এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় প্রক্রিয়ায় ১৬ ই এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেকলকাতা হাই কোর্ট। আর এই নির্দেশ জারির পরেই প্রশ্ন উঠছে নির্বাচন কি পিছিয়ে যাবে?

মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা অবশ্য আদালতের নির্দেশকে সবাগত জানিয়েছেন। জানান|