পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ – উত্তেজনা ভগবানগোলায়

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: ৩ নম্বর ভগবানগোলা গ্রাম পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ মহিলাদের। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত অসহায় দুস্থ মানুষজন। যারা ঘর পাওয়ার যোগ্য তাদের লিস্টে নাম নেই, মেলেনি কোন সহায়তা। বৃহস্পতিবার এলাকার মহিলারা এক জোট হয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড় হয়ে পঞ্চায়েত সেক্রেটারিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পরেন মহিলা বাসিন্দারা। টাকার অভাবে ঘর তৈরির স্বপ্ন অধরাই। স্থানীয়রা বলছেন, পঞ্চায়েত মেম্বারদের কথা মতো সমস্ত নথি জেরক্স করে এনেও কোন সদুত্তর মিলছে না। জানা যায়, ২০১৮ -১৯ বর্ষে আবাস যোজনার যে সার্ভে হয় সেখানে বহু যোগ্য ব্যক্তির নাম বাদ যায়। সার্ভে লিস্টে নাম না থাকায় ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, যা এক প্রকার মেনেও নিচ্ছেন পঞ্চায়েত সদস্যরা। এমনকি পঞ্চায়েত কর্মীরা সার্ভে করতেই যান নি বলে অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্যদের একাংশ।

পুরো বিষয়টি নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি বলেন, কিছু গাফিলতি হতে পারে। তাছাড়া কোন দুর্নীতি হয় নি। উরধতন কতৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। পঞ্চায়েতে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। কেন গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পরলেন, যে অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধান বলেন, কিছু যান্ত্রিক ত্রুটি হয়। ব্লক প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। পঞ্চায়েত কতৃপক্ষের তরফে পুনরায় সার্ভের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়।