পঞ্চায়েতে কোটি টাকার দুর্নীতি, তদন্তে হাইকোর্টের বিশেষ টিম

Published By: Madhyabanga News | Published On:

সুতিতে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা কোটি টাকার দুর্নীতির তদন্তে এল বিশেষ টিম। শনিবার দুর্নীতির তদন্ত করতে মুর্শিদাবাদের কাশিমনগর গ্রাম পঞ্চায়েত এলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্লোল বসু এবং পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক ।  কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েতে আসে তদন্তকারী টিম।

যে সমস্ত রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সব  রাস্তা সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারীরা।  খুঁটিয়ে দেখা হয় নথিপত্র।

১০০ দিনের কাজে প্রায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠায়   দুর্নীতির তদন্ত করতে বিশেষ টিম গঠন করে আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ মেনেই  শনিবার দুর্নীতির তদন্তে আসেন টিমের সদস্যরা।

সুতি ২ নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েত ১০০ দিনের কাজের টেন্ডার নিয়ে ওঠা অভিযোগ গড়িয়েছে হাইকোর্ট অবধি । অভিযোগ কাজ না করেই তুলে নেওয়া হয়েছে টাকা। এই নিয়ে  জনস্বার্থ মামলা দায়ের হয় উচ্চ আদালতে। সেই মামলার অংশ হিসবেই এদিন গ্রামে আসেন টিমের দুই সদস্য।