পঞ্চায়েতের মধ্যেই চুলের মুঠি ধরে মহিলা প্রধানকে মার জলঙ্গীতে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৭জুনঃ চুলের মুঠি ধরে মহিলা প্রধানকে চলল মার। বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ পুলিশ। টেনে হিঁচড়ে চলল মারধোর। এই ছবিই দেখা গেল বৃহস্পতিবার জলঙ্গীর খয়রামারি গ্রাম পঞ্চায়েতে। সেই সময়ে পঞ্চায়েতে  উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লকের বিডিও স্বয়ং। জলঙ্গী ব্লকের  খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা বিবিকে পঞ্চায়েতের মধ্যেই চুলের মুটি ধরে মারধরের অভিযোগ উঠল  দলেরই একাংশের সদস্যদের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণের চেষ্টায়  পুলিশ দলীয় কর্মীদের হাত থেকে  থেকে প্রধানকে উদ্ধার করে|

পঞ্চায়েত নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে চলে আসায় বিপাকে বিব্রত  শিবির । এদিন পঞ্চায়েতের মধ্যেই  প্রধানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। পুলিশের সামনেই প্রধানের সাথে তুমুল বচসা শুরু হয় । এরপরেই এক মহিলা পঞ্চায়েতের  প্রধানের ওপর আক্রমণ করেন। সেই ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়।

প্রধানের ঘরে তালা মেরে বিক্ষোভও  দেখানো হয়।  পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে   অভিযোগের ভিত্তিতে এদিন খোদ বিডিও   কর্মীরা পঞ্চায়েত অফিসে তদন্তে আসেন।   মিটিংও  ডাকা হয়। অভিযোগ, ব্যাঙ্ক অপারেটর পরিবর্তন করে টাকা আত্মসাৎ   করার মতলব ছিল প্রধানের।  কিন্তু সেই মিটিং ভেস্তে যায়। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবী পঞ্চায়েত প্রধান সেলিনা বিবির। তাঁর অভিযোগ, মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের অন্য এক সদস্য জিনিয়া বিবি রহমান  অবশ্য দাবি করেন, প্রধান  নিজে সদস্যদের উপর  চড়াও হয়েছেন।