এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নৌকা চেপে ভাঙন দেখলেন সাবিনা

Published on: June 26, 2021

গঙ্গা ভাঙন রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, খতিয়ে দেখতে ফরাক্কায় ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করলেন  সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । নদী পথে নৌকা চেপে  সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন পরিদর্শন করলেন বিভিন্ন এলাকা। সঙ্গে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।

ফারাক্কা বিধানসভার অন্তর্গত আকুড়া ব্রীজ ঘাট থেকে মমরেজপুর হয়ে অর্জুনপুর ঘাট পর্যন্ত নদী পথে ভাঙন খতিয়ে দেখেন মন্ত্রী।

ছিলেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমওয়ারা খাতুন, চিফ ইঞ্জিনিয়ার সহ কর্ম কর্তারা। ফরাক্কার আকুরা ব্রিজ থেকে নদী পথে পরিদর্শন চলে অর্জনপুর ঘাট সহ বিভিন্ন নদী তীরবর্তী ভাঙন প্রবন এলাকায়। সাময়িক ভাবে ভাঙন কবলিত এলাকায় দ্রুত বাঁধ দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী জানান, বর্ষার শুরুতেই এখনও অব্ধি ভাঙনের তেমন ভয়াবহতা নেই। আগামী দিনেও যাতে আটকানো যায়, সে ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now