নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শদাবাদের সুতিতে । পরিবারের অভিযোগের তীর সুতির এক নেশা মুক্তি কেন্দ্রের দিকেই। শিশুনাথ দাস নামে মৃত ওই ব্যাক্তির বাড়ি সামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় । পরিবারের দাবি রবিবার তাকে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সোমবার রাত্রে পরিবারকে মৃত্যুর কথা জানান হয়। ।
পুলিশ সূত্রে খবর বেশ কয়েকজন যুবককে নেশার হাত থেকে মুক্তি দিতে এই কেন্দ্রটি চালু হয়। যদিও আকস্মিক এই ঘটনায় হতবাক সকলেই। মৃতের আত্মীয়ের দাবি সুস্থ করার জন্য ভর্তি করা হয়, কিন্তু একদিনের মধ্যেই ঘটলো ঘটনা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নেশামুক্তি কেন্দ্রের দুজনকে আটক করেছে।