নেতার শেষকৃতে কোভিড বিধিভঙ্গের অভিযোগ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও খড়গ্রাম ব্লক তৃনমূল সভাপতি মফিজুদ্দিন মণ্ডলের মৃত্যু ঘিরে পিছু ছাড়ছেনা বিতর্ক। বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তির ১২ ঘণ্টার মধ্যেও মৃত্যু হল ৫৪ বছর বয়সী খড়গ্রামের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুদ্দিন মণ্ডলের। মৃত্যুর কারণ হিসেবে কি বলছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কতৃপক্ষ?

প্রশ্ন উঠেছে, মফিজুদ্দিন মণ্ডল কি করোনা আক্রান্ত ছিলেন? এ বিষয়েও আমরা শুনে নেব হাসপাতাল সুপার কি বলছেন।

কোভিড সন্দেহে মৃত তৃনমূল নেতার দেহ সমস্ত প্রোটোকল মেনেই হাসপাতাল থেকে তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মৃতদেহ করোনা আক্রান্ত বা সন্দেহে যেভাবে মৃতদেহকে স্বচ্ছ প্লাস্টিকের চাদরে মুড়ে শেষকৃত্যের জন্য পাঠানো হয়, সবটাই অবিক্রীত ছিল খড়গ্রামের ম ফিজুদ্দিন মণ্ডলের পৈত্রিক ভিটে মাড়গ্রাম পৌছনো পর্যন্ত। তারপরই স্থানীয় স্কুল চত্বরে প্লাস্টিকের মোরক সরিয়ে মৃতদেহ শায়িত রাখা হল যা শুনে শিউড়ে উঠছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। বিরোধী রাজনৈতিক দলও এই ঘটনার পেছনে চূড়ান্ত প্রশাসনিক গাফিলতির নজির দেখছেন।

প্রশ্ন উঠেছে, কোভিড প্রোটোকল ভেঙে এই ভাবে মৃতদেহের পাশে এতো মানুষের উপস্থিতি কোন বড় সমস্যার জন্ম দেবে না তো?