নেই মাস্ক ? তাড়া পুলিশের, বহরমপুর জুড়ে পুলিশি কড়াকড়ি

Published By: Madhyabanga News | Published On:

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও এখনও হুঁশ ফেরেনি জনতার একাংশের। মাস্ক বিহীন অনেকেই ঘুরছেন বেপরোয়া। প্রশ্ন করলেই উত্তর, পকেটে আছে মাস্ক। কেউ আবার বলছেন , বাড়ি এই পাড়াতেই। কিন্তু এসব বলেও মিলছে না ছাড়। করোনায় কড়া বিধিনিষেধ জারির সাথেই রুটি মাফিক পুলিশের অভিযান চলছে শহর বহরমপুরে। শুক্রবারও পুলিশি অভিযান চলে খাগড়ার নতুন বাজার এলাকায়। জনবহুল এলাকায় রয়েছে পাইকারি ও খুচরো বড় বাজার। রয়েছে অসংখ্য দোকান। সেখানেই এদিন সকালে বহরমপুর থানার আইসির নেতৃত্বে চলে নজরদারি। পুলিশ দেখেই অনেকের মুখে মাস্ক ওঠে। অনেকেই আবার পালানোর চেষ্টা করেন।

দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ । রাজ্য থেকে জেলা সংক্রমণ বাড়ছে। আক্রান্ত হচ্ছেন প্রথম সারির যোদ্ধারাও। তারপরেও উদাসীন একাংশের জনগণ। মাস্ক পরা যেখানে বাধ্যতামূলক সেখানে মাস্কহীন ছবি উঠে আসছে এখনও। এদিন  মাস্ক হীন বেপরোয়া কাউকে দেখলেই আটক করা হয় । দোকানদার থেকে ব্যবসায়ী, পথ চলতি প্রত্যেককে মাস্ক পরার কড়া হুঁশিয়ারি দেয় পুলিশ। মাস্ক না পরায় এদিন সকালেই আটক হন বহু।