নিয়োগের দাবীতে বহরমপুরের পথে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে ১২০০ প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডি এল এড প্রশিক্ষিত প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে- এই দাবীতে বহরমপুরের পথে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ( ডি এল এড) মুর্শিদাবাদ জেলা কমিটি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৩০ জন টেট উত্তীর্ণ প্রার্থী বহরমপুরে মিছিল করেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুয়ায়ী ২০১৫ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডি এল এড প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নি। এই অভিযোগে, মিছিল করে এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে জমায়েত হন চাকরি প্রার্থীরা। সেখানেই সংসদের চেয়ারম্যান নৃপেন কুমার সিংহের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে মুলত- প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডি এল এড প্রশিক্ষিত প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নিয়োগ করে বঞ্চনার অবসান ঘটাতে হবে, কোর্ট কেসের দোহাই দিয়ে প্রাইমারী নিয়োগ আটকে রাখা যাবে না এবং বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডি এল এড প্রশিক্ষিতদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা হয়।