নিহত যুবকের পরিবারের পাশে মানবিক মন্ত্রী জাকির হোসেন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ দুষ্কৃতি হামলায় নিহত যুবকের পরিবারের হাতে নগদ অর্থ দান করলেন রাজ্যের শ্রমপ্রতি মন্ত্রী জাকির হোসেন। গত ৫ই আগস্ট দুষ্কৃতিদের হাতে খুন হন সুতির অজগরপাড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ। রবিবার মৃত প্রসেনজিৎ ঘোষের বাড়িতে যান মন্ত্রী জাকির হোসেন এবং মৃতের স্ত্রীর হাতে ১ লক্ষ টাকা তুলে দেন তিনি, পাশাপাশি তাঁর বাবার হাতে আরও ২০ হাজার টাকা তুলে দেন তিনি। মৃতের মেয়ের যাবতীয় পড়াশোনার ভার নিজে বহন করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী জাকির হোসেন।