নিশিন্দ্রা কাটান নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ ঝাড়খণ্ডের পাহাড়ি জলে ভাসছে ফরাক্কার নিশিন্দ্রা কাটান এর রাস্তা। অনবরত জলের তোরে প্লাবনেরও আশংকা। মুর্শিদাবাদের সঙ্গে ঝাড়খণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির জেরে সেই জল পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। বিপুল পরিমান সেই জল প্রবল গতিবেগে আছড়ে পড়ছে ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তায়। ৮০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তীব্র বেগে বইছে জল। এই জাতীয় সড়ক দিয়েই ঝাড়খণ্ডের সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ, ফলে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিশিন্দ্রা কাটান এর রাস্তার ওপর একটি ব্রিজ তৈরির দাবী স্থানিয়দের দীর্ঘদিনের। প্রত্যেক বছর বর্ষার সময় দুর্ভোগের শেষ থাকে না। কিন্তু ব্রিজ তৈরির প্রতিশ্রুতি পূরণ হয় নি। ফিডার ক্যানেলের পশ্চিম পারে বেওয়া ১ এবং বেওয়া ২ এই দুই অঞ্ছলে বহু মানুষ দুর্ভোগের মধ্যে পরেন। বছরের পর বছর এই দুর্দশার সমাধান কেন হচ্ছে না? কেন এই পাহাড়ি জলে প্লাবিত হয় এলাকা, জলের তলায় যায় চাষের জমি? যা নিয়ে রাজনৈতিক চাপানউতরও তুঙ্গে।

ঘটনাস্থলে শুক্রবার পরিদর্শনে যান ফরাকার বিধায়ক মইনুল হক। তাঁর দাবি, , এন টি পি সি, ফরাক্কা ব্যারেজ এবং রাজ্য সরকার- তিনজনের দায়িত্ব ছিল দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই রাস্তার উপর ব্রিজ তৈরির। অথছ কেদারনাথ ব্রিজ থেকে বেওয়া ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত ৫ কিমি রাস্তার উপর ব্রিজ নির্মাণের জন্য রাজ্য সরকার দায়িত্ব নিয়ে টেন্ডার করছে না।

নিশিন্দ্রা কাটান রাস্তার এই বিপর্যয় এবং ব্রিজ ইস্যু নিয়ে কংগ্রেস এবং তৃণমূলকেই দায়ি করছেন বিজেপি নেতা।

কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, জানেন না কেউ। রাস্তা তলিয়ে যাওয়ায় বিপুল ক্ষয় ক্ষতির আশংকা।