নিশানায় হুমায়ুন, অভিষেকের কাছে প্রধানদের চিঠি

Published By: Madhyabanga News | Published On:

ফের বিতর্কে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির Humayun Kabir MLA Bharatpur । এবার স্বয়ং বিধায়কের বিরুদ্ধে সরব হলেন  ভরতপুরের সাত পঞ্চায়েতের প্রধান। ভরতপুর ২ নম্বর ব্লকের সাত টি গ্রাম পঞ্চায়েত প্রধান সরাসরি চিঠি লিখলেন র্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রধানদের অভিযোগ,  বিধায়ক এবং বিধায়কের  কিছু সমাজ বিরোধী পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টি করছেন , পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করছেন । এলাকার ঠিকাদারদের কাছ থেকে ২৫-৩০% কাটমানির দাবী করছেন ।

সালু গ্রাম পঞ্চায়েতের প্রধান  মুস্তাক আলী, মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সইদ নাসিরুদ্দিন, টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান   সর্বানন্দ স্বর সরব হয়েছে হুমায়ুনের বিরুদ্ধে।

অবশ্য প্রধানদের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিধায়ক হুমায়ুন কবির।  প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর,   প্রধানরা এক সপ্তাহ আগে এসডিও’র কাছে গিয়েও তাদের অভিযোগ দায়ের করে আসেন বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা সৃষ্টির। গোটা ঘটনায় চাপানউতোর মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরে।