ইন্দ্রাশিস বাগচী : বহরমপুর ২৫ শে নভেম্বর – আঘাত বা অসম্মান করে নয় সচেতনতার মাধ্যমেই উন্মুক্ত স্থানে মলত্যাগ চিরতরে বন্ধের বার্তা দিলেন জেলা শাসক পি উলগানাথন। মুর্শিদাবাদ জেলা নির্মল হওয়ার ক্ষেত্রে কতটা প্রস্তুত তা নিয়েই শনিবার বহরমপুরে সার্কিট হাউসে বিডিও এসডিও সাথে রিভিউ মিটিং করলেন জেলা শাসক।
ওপেন ডেফিকেশন ফ্রি মুর্শিদাবাদ গড়ে তোলার লক্ষে কি কি কাজ অসমাপ্ত রয়েছে জেলা জুড়ে সামগ্রিক ভাবে কতটা সাড়া মিলেছে মানুষের মধ্যে সমস্ত বিষয় নিয়েই জেলার প্রতি ব্লকের আধিকারিকদের সাথে বৈঠক সারলেন জেলা শাসক পি উলগানাথন। বৈঠক শেষে তিনি জানান ইতিমধ্যেই ৯২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । বাকি ৮ শতাংশ কাজ কি ভাবে সম্পূর্ণ হবে সেই নিয়ে চলছে পরিকল্পনা। ৩১ শে ডিসেম্বরের মধ্যে শৌচাগার নির্মাণ, এবং শৌচাগার ব্যবহারে ব্লক স্তরে ইতিমধ্যেই সচেতনতা মূলক প্রচার অভিযান চলছে। জন প্রতিনিধি থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও গ্রামের মানুষজন এগিয়ে এসেছে। পাড়ায় পাড়ায় প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তারপর পুরোদমে প্রচার অভিযানের উপর জোর দেওয়া হবে বছর শেষের আগে। জেলা শাসক আরও বলেন, উন্মুক্ত স্থানে মলত্যাগ অনেকের অভ্যেস। সেক্ষেত্রে প্রয়োজন সচেতনতা এবং উপলব্ধির। গান্ধিগীরির পথও বেছে নেওয়া হয়েছে, তবে আঘাত বা আস্মমান করে নয়, বুঝিয়ে ও ভালবাসার সাথে। মুর্শিদাবাদ জেলা নির্মল জেলা হিসেবে প্রকাশ পাবে, আশাবাদী জেলা শাসক পি উলগানাথন।