গোঠা হাইস্কুলের শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে সিআইডি’র ঢিলেমিতে অসন্তুষ্ট হাইকোর্ট

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের নিয়োগ জালিয়াতি মামলার তদন্ত নিয়ে সিআইডি’র প্রতি অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার শুনানির সময় অসন্তষ্টু বিচারপতি সরকারি আইনজীবিদের প্রতি তাঁর ক্ষোভ উগরে দেন। এতদিনে তদন্ত গুটিয়ে আসা উচিত থাকলেও তদন্তের কোনও অগ্রগতি হয়নি বলে পর্যবেক্ষণ আদালতের।
নিয়োগপত্র জাল করে অন্যের চাকরি নিজের ছেলের নামে করেছিলেন মুর্শিদাবাদের গোঠা এআর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারী। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রকৃত চাকরিপ্রার্থী। আদালত সিআইডি-কে মামলার তদন্তভার দেয়। একাধিকবার জেলা শিক্ষা ভবনে এসে প্রাক্তন ও বর্তমান জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)কে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীরা স্কুলেও যান। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত প্রধান শিক্ষককে ডাকা হলেও প্রথমে গরহাজির ছিলেন তিনি। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সিআইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। তাও মাস গড়িয়ে যায়। তারপরেও তদন্ত না এগোনোয় বিচারপতি এহেন মন্তব্য করেন বলে আদালত সূত্রে জানা যায়। এই মামলার পরবর্তী শুনানি ছয় এপ্রিল।