নিয়মরক্ষার ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সবুজ সংঘ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ ১৯ ক্রিকেট টুর্নামেন্টের লিগের খেলা শেষ হল মঙ্গলবার। ওইদিন বহরমপুর স্টেডিয়ামে বি গ্রুপের লালবাগ বান্ধব সমিতি ও সবুজ সংঘ নিয়মরক্ষার ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। সেই খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে সবুজ সংঘ। নির্দিষ্ট ওভার শেষ হওয়ার আগে ২৪ ওভার পাঁচ বলে দশ উইকেট হারিয়ে মোট ৮৭ রান করে খাগড়ার ঐতিহ্যশালী এই ক্রিকেট ক্লাব। সেই রান তাড়া করতে নেমে ১৬ ওভার পাঁচ বলে সব উইকেট হারিয়ে ৬১ রানে গুটিয়ে যায় বান্ধব সমিতি। এদিনের খেলায় সবুজ সংঘের অয়ন পাল সর্বোচ্চ রান করেন। তিনি ৩৩ বল খেলে ২১ রান করেছেন তিনটি বাউন্ডারির বিনিময়ে। অন্যদিকে ওই দলেরই বিপ্রজিৎ ভট্টাচার্য ছ’ওভার পাঁচ বলে ২৯ রান দিয়ে বিপক্ষ দলের সাত উইকেট সংগ্রহ করে এ দিনের ম্যাচের সেরা হয়েছেন। তবে এই খেলায় ২৬ রানে জিতলেও সেমিফাইনালে উঠতে পারে নি সবুজ সংঘ।তবে শেষ ম্যাচ জেতায় ক্রিকেটারদের মনে ফিরেছে আত্মবিশ্বাস।

চলতি মাসের চার তারিখ থেকে বহরমপুর স্টেডিয়াম ও ওয়াইএমএ মাঠে চারটি গ্রুপের ১৩টি দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। তারমধ্যে চারটি দল সেমিফাইনালে উঠেছে। গ্রুপ এ’র তিনটি দলের মধ্যে  ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট আকাদেমি, গ্রুপ বি’র চারটি দল থেকে বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টার, গ্রুপ সি’র তিনটি দল থেকে মুর্শিদাবাদ ক্রিকেট আকাদেমি আর গ্রুপ ডি’র তিনটি দল থেকে সেমিফাইনাল খেলবে কেবল ওয়াই এম এ। গ্রুপ এ’র তিনটি দলের মধ্যে লিগ টেবিলে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট আকাদেমি, গ্রুপ বি’র বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টার গ্রুপের অন্য তিনটি দলকে হারিয়ে গ্রুপ শীর্ষে আছে। গ্রুপ সি’র দুটি দলকে হারিয়ে গ্রুপ শীর্ষে আছে এমসিএ। গ্রুপ ডি’র দুটি টিমকে হারিয়ে গ্রুপ শীর্ষে আছে ওয়াই এম এ। জেলা ক্রিকেট সংস্থা সূত্রে জানা যায়, গ্রুপ এ থেকে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ক্রিকেট আকাদেমি একটিও ম্যাচ খেলেনি। একইভাবে গ্রুপ সি’র হিন্দ ক্লাব একটি ম্যাচও খেলে নি। সেকথা দুটি দলই লিখিতভাবে জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে। এখনও সেমিফাইনাল খেলার দিন ধার্য্য হয় নি। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ইদের পর এই চারদলের সেমিফাইনাল ও ফাইনাল খেলা হতে পারে।

তবে চৈত্রের শেষ বেলার চাঁদি ফাটা গরমে দর্শকহীন মাঠে খেলোয়াররা ছিলেন যথেষ্ঠ চনমনে ও সপ্রতিভ।