নিম্নচাপে নষ্ট সব্জি, মাথায় হাত চাষিদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ  টানা নিম্নচাপএর জেরে মাঠের সমস্ত ফসল নষ্ট |মাথায় হাত চাষিদের |  অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে চাষিরা | এমনিতেই করোনা অতিমারির কারণে বহু মানুষ কর্মহীন, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে  | এমন অবস্থায় একটানা বৃষ্টিতে বিরাট ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা |

মুর্শিদাবাদের চিত্রটাও একই রকম | অকাল বৃষ্টির জেরে মাঠে জল জমায় গাজর, ফুলকপি, সর্ষে, শরবতী আলু, বাঁধাকপি, কলাই সব কিছুই ক্ষতির মুখে | বহরমপুরের মানকরা অঞ্চলের কৃষক  স্বপন মন্ডল জানান,  “মাঠে সর্ষে বুনেছি, এখনো ঢ্যাঁড়স রয়েছে |সবই বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে |সারের দামও অনেক |সব মিলিয়ে আমাদের খুব সমস্যার মুখে পড়তে হচ্ছে |”

বৃষ্টিতে মাঠে জল জমায় সব ফসলই নষ্টের মুখে

আরেকজন কৃষক  পার্থ মন্ডল জানাচ্ছেন, “মাঠে গাজর বুনেছিলাম অতি বৃষ্টির জন্য গলে গেল, করলা গাছ শেষ, লঙ্কা গাছ, শেষ | যেখানে ৫০ কেজি  মাল ওঠে সেখানে ১০ কেজি  মাল উঠছে | আবহাওয়া খারাপ থাকার জন্য সেটাও নষ্ট হয়ে যাচ্ছে ”|

নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপি

মাঠে শীতকালীন ফসল ছাড়াও এখনো ঢ্যাঁড়স, করলা, বেগুন রয়েছে |বৃষ্টিতে মাঠে জল জমায়  সব ফসলই নষ্টের মুখে | হরিহর পাড়া অঞ্চলের বাসিন্দা  সৈদুল ইসলাম জানান, এখন যে কপি হচ্ছে তা বেশিরভাগ ফেটে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে |যা বাজার অব্দি পৌঁছচ্ছে না | সব কিছু ঠিক থাকলে চাষীরা লাভের মুখ দেখতো |

অনেক চাষী ধার দেনা করে চাষ করছিলেন | তাঁরা নিজেরাই জানাচ্ছেন, সমস্ত ফসল উঠলে তারা এ বছর বেশ লাভের মুখ দেখতে | তবে অতি বৃষ্টির কারণে মাঠের সমস্ত ফসলই প্রায় নষ্ট | চিন্তায় মাথায় হাত চাষিদের