নিমতিতা বিস্ফোরণ তদন্তে সুতিতে এনআইএ, স্ক্যানারে ইমানি !

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২৪ মার্চঃ বুধবার  সকাল থেকে সুতিতে তদন্তে এনআইএ। নিমতিতা বিস্ফোরণ কান্ডে  সুতি থানার নতুন চাঁদরা গ্রামে চলে জিজ্ঞাসাবাদ ।

১৭ ফেব্রুয়ারি রাত্রে নিমতিতা স্টেশনে বোম বিস্ফোরণে আহত হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এখনও চিকিৎসা চলছে মন্ত্রীর।  ঘটনা ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক তরজাও। রাজ্য সিআইডি শুরু করে তদন্ত।  দুই জনকে গ্রেফতারও  করে রাজ্য  সিআইডি। ধৃত আবু সামাদ ও সহিদুল ইসলাম সুতি থানারই বাসিন্দা।

নিমততা বিস্ফোরণ কান্ডের তদন্তভার নিয়ে ৩ রা মার্চ প্রথম নিমতিতা স্টেশনে যায় এনআইএ। অফিসাররা  ঘুরে দেখেন ঘটনাস্থল। আবার বুধবার সকাল থেকে সুতিতে শুরু করে তদন্তের কাজ। সুতি থানা থেকে সুতি থানার আধিকারিক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা একযোগে নামে তদন্তে।

চাঁদরা  গ্রামের বাসিন্দা মাহামাদিন সেখ ওরফে মোহন সেখের বাড়িতে  তল্লাশি চলে। গোটা বাড়ি, এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর দল। বাড়ির ভেতরেই চলে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ। নিমতিতা বিস্ফোরণ কান্ডে ধৃত সাইদুল ইসলামের কাছ থেকে মাহামাদিন সেখের নাম উঠে আসে  বলেই সুত্রের খবর। এন আই এর – অভিযানে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ।

এনআইএ’র স্ক্যানারে আছেন একুশের নির্বাচনে সুতি আসনে  তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসও।

১৮ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এনআইএ দপ্তরে যান ইমানি বিশ্বাস। সেখানে ইমানিকে প্রায় প্রায় চার ঘন্টা ধরে জের করে হয়।  তবে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয় নি এনআইএ।

মঙ্গলবার ফের ডেকে ইমানি বিশ্বাসকে তলব করেছে এনআইএ ।

এরপরেই বুধবার এই তদন্ত শুরু হওয়ায় চাপা উৎকণ্ঠা রয়েছে সুতি জুড়েই। ভোটের আগে তদন্তে বারবার ইমানি বিশ্বাসের ডাক পড়ায় অস্বস্তি শাসক দলের অন্দরেও।