নিমতিতায় তদন্তে এডিজি সিআইডি অনুজ শর্মা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১ ফেব্রুয়ারিঃ নিমতিতা স্টেশনে বিস্ফোরণ, শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার  ঘটনার তদন্তে এলেন রাজ্যের এডিজি (ADG)  সিআইডি (CID)  অনুজ শর্মা (Anuj Sharma IPS) ।  রবিবার নিমতিতা স্টেশনে পৌঁছান অনুজ শর্মা। নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা কাণ্ডের তদন্তের জন্য  এডিজি অনুজ শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করেছে  রাজ্য ।  বুধবার ঘটনার পরপরই তদন্ত শুরু করে দেয় সি আই ডি। শুক্রবার ঘটনাস্থলে আসে ফরেনসিক দল। টানা তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।  হামলার পেছনে কী  কারণ, কোন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে সমস্ত দিক সামনে আনতে   চলে নমুনা সংগ্রহের কাজ। রবিবার দুপুরে নিমতিতা স্টেশনে আসেন সি আই ডির এডিজি অনুজ শর্মা, নিজে  খতিয়ে  দেখেন ঘটনাস্থল এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও খোঁজ নেন  তিনি। এদিন তাঁর সাথে ছিলেন  জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ উচ্চ পদস্থ আধিকারিকেরা। অনুজ শর্মা বলেন, “ যখন থেকে ঘটনা ঘটেছে,  আমাদের অফিসাররা, স্থানীয় অফিসাররা, জিআরপি যৌথ ভাবে  তদন্তের  কাজ করছে। সঠিক ভাবেই তদন্ত চলছে”