নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক, লাভ না ক্ষতি পড়ুয়াদের ? West Bengal Board Exams : HS at Home Centre

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ওয়েব ডেস্কঃ  সোমবার ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদ WBBSE  এবং   উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের WBCHSE   যৌথ সাংবাদিক বৈঠকে রুটিন ঘোষণা করা হয়।  ২০২২ এর মাধ্যমিক Madhyamik  হবে ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ |  উচ্চমাধ্যমিক Higher Secondary 12th  পরীক্ষা  হবে ২রা এপ্রিল থেকে ২২শে এপ্রিল পর্যন্ত | এর সাথে আরও জানানো হয় উচ্চমাধ্যমিক হোম সেন্টারে – Home Centre  হবে |মাধ্যমিক হোম সেন্টারে হবে না | এই নির্দেশিকার পর শিক্ষক মহলের অনেকেই বলছেন এই কোভিড পরিস্থিতিতে হোম সেন্টারে হওয়াই বাঞ্ছনীয় |তবে অনেকে বলছেন হোমসেন্টারে পরীক্ষা হওয়া মানে পরীক্ষার মান কমে যাওয়া |

এই প্রসঙ্গে খাগড়া জিটিআই  স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাশগুপ্ত জানাচ্ছেন, “মাধ্যমিক – উচ্চমাধ্যমিকের জন্য কেন আলাদা নিয়ম জানিনা |পরীক্ষা হোমসেন্টারে হলে পরীক্ষার্থীদের সিরিয়াসনেস কমে যায় |” সন্দীপ বাবু আরও জানান, গত বছর যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে তার প্রভাব এ বছরেও | শিক্ষকদের অনেকেরই দাবি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সরকারের একটা বড়ো গাফিলতি থেকে যাচ্ছে |  এই প্রসঙ্গ  ধরেই মাড়গ্রাম হাই স্কুলের শিক্ষক সন্দীপ পাল জানাচ্ছেন, “কোভিড পরিস্থিতিতে হোমসেন্টারে হলেই ভালো | তবে পরীক্ষা সেন্টারের হোমলি অ্যাটমোসফিয়ার বদলানোর জন্য শিক্ষকদের অন্য আলাদা আলাদা স্কুলে ভাগ করে দেওয়া যেতে পারে |” সন্দীপ বাবু আরও বলেন ছাত্রদের ছোটাছুটি না করিয়ে যদি শিক্ষদের বিভিন্ন স্কুলে ভাগ করা হয় তাহলে হয়তো কোনো সমস্যা হবে না |সরকারের পক্ষে এমন পদক্ষেপ নেওয়ার আশা করছেন অনেকেই |

এই প্রসঙ্গে গোরারা এইচএসএমের  শিক্ষিকা বেগম জুলফি তারা জানাচ্ছেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষা মানেই অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়া | তবে এই কোভিড পরিস্থিতিতে এই বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার এডভেঞ্চারটা বাদ দিলে ভালো | ” শিক্ষিকা আরও বলেন, “একজন অভিভাবক হিসেবে আমি চাই ছেলে মেয়েরা সুস্থ থাক |চেনা স্কুল হলে জল, বাথরুম সবটাই তাঁদের চেনা, অসুবিধা কম হয় |”

অভিভাবকদের অনেকেই চাইছেন না এই পরিস্থিতিতে বাইরের স্কুলে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে পাঠাতে | উৎসবের  পর রাজ্যে যেহেতু কোভিডের (Covid)  গ্রাফ উর্দ্ধমুখী, সেই দিক চিন্তিত অভিভাবক সহ শিক্ষার্থীরা