নিখোঁজ শিশুর খোঁজ মিলল চার ঘন্টা পর , জঙ্গীপুর হাসপাতালে রোগী বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

শিশু চুরির অভিযোগে উত্তাল জঙ্গীপুর হাসপাতাল । জঙ্গীপুর মহকুমা হাসপাতালে বাচ্চা চুরির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল। প্রায় চার ঘণ্টা নিখোঁজ থাকার পর হাসপাতাল থেকে উদ্ধার নবজাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রি ৮টা নাগাদ প্রসব যন্ত্রনা নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন রঘুনাথগঞ্জ থানা জেঠিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিয়া দাস, ১০টা নাগাদ তিনি কন্যা সন্তানের জন্ম দেন, এরপর হাসপাতাল থেকে বাচ্চাকে এস ইন সি ইউ ওয়ার্ডে স্থানান্তরের কথা জানান হয়। কিছুক্ষন পর বাচ্চার পরিবার খোঁজ নিতে গিয়ে দেখেন তাদের বাচ্চা এস ইন সি ইউ ওয়ার্ডে নেই।

বাচ্চা নিখোঁজের ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবার পরিজনেরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রায় চার ঘন্টা পর অন্য ওয়ার্ড থেকে নিখোঁজ নবজাতককে উদ্ধার করা হয়। কিভাবে এস ইন সি ইউ ওয়ার্ড থেকে বাচ্চা অন্য কোথাও চলে গেল, এর পেছনে কি অন্য কোন কারন আছে প্রশ্ন তুলছে পরিবার।

যদিও হাসপাতাল কতৃপক্ষ জানান পুলিশ ও আমরা তদন্ত করছি, এর পেছনে অন্য কোন কারন আছে কিনা খতিয়ে দেখা হবে।