নিউ নর্মালে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট ?

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্ক, ৩ নভেম্বরঃ স্কুল বন্ধ। হচ্ছে না ক্লাস । স্কুলে গিয়ে নয়, পড়াশোনা হচ্ছে ‘অন লাইনে’ । রয়েছে সিলেবাসের চাপ; তার ওপর অনলাইন ক্লাসের সুবিধাই বা কতখানি পাচ্ছে শহরতলি, গ্রামাঞ্চলের পড়ুয়ারা ? প্রশ্ন উঠছে শিক্ষক মহলেই । এত কিছু ঝুঁকি সামলে পড়ুয়ারা কী করবে? এবছর নিউ নর্মালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্টের ভবিষ্যৎ কী ? টেস্ট কি হবে ? করোনা প্রোটোকল মেনে সিলেবাসের কথা ভেবে কী নির্দেশ দেবে শিক্ষা দপ্তর ? এই সব নিয়েই শুরু হয়েছে জল্পনা। স্কুলগুলিতে এখনও সরকারি কোন নির্দেশ আসে নি। নভেম্বর মাস পরলেও এখনো স্কুল খোলার ক্ষেত্রে গ্রিন সিগন্যাল মেলে নি। ২০২১ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কি পিছিয়ে যাবে ? প্রশ্ন থাকছেই । কী বলছেন শিক্ষক শিক্ষিকারা?
‘যারা মাধ্যমিক দিতে যাচ্ছে, তাদের মাত্র আড়াই মাস ক্লাস হয়েছে। যারা উচ্চমাধ্যমিক দিতে যাচ্ছে, তাদের একদিনও ক্লাস হয় নি । ক্লাস ইলেভেন পাশ করার পর টুয়েলভে একদিও স্কুলে তাদের ক্লাস করানো যায় নি অতিমারির কারণে ’ জানাচ্ছেন গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত দত্ত । তিনি বলেন, ‘ টেস্ট পরীক্ষা নেওয়া হয় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের আগে ছাত্রছাত্রীদের প্রস্তুতি বুঝে নিতে , পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেই ধারণা ছাত্রছাত্রীদের দিতে। আমার ধারণা, এই টেস্ট পরীক্ষা এই বছর নাও হতে পারে; হলেও সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ হয়তো এমন নির্দেশ দেবেন যাতে টেস্টের পর সকলকে বোর্ডের পরীক্ষা দিতে দেওয়া হয়’ । টেস্ট পরীক্ষা নেওয়া হলে কাউকেও সেই পরীক্ষায় আটকানো উচিত হবে না বলেই মনে করছেন তিনি।
কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী মনে করছেন এই বছর সার্বিকভাবে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে লকডাউন ঘোষণার পরিবর্তী সময় থেকে রুটিন মেনে অনলাইনে ক্লাস করিয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা । তিনি জানান, ‘ সিলেবাসও প্রায় শেষ। অনলাইনে বেশ কিছু পরীক্ষাও নেওয়া হয়েছে । আমাদের ছাত্ররা টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তৈরি আছেন শিক্ষক শিক্ষিকারা ’।
পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষক মহল। পরীক্ষার প্রস্তুতি কেমন? তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আইসিআই’এর শিক্ষক মসিদুল হাসান বলছেন, ‘ এই বছর ছাত্রছাত্রীদের গাইড করার সময় পান নি শিক্ষক শিক্ষিকারাও। অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন শিক্ষক শিক্ষিকারাও’।
এই অবস্থায় টেস্ট কি সত্যিই জরুরি ? অনলাইনে হবে না অফ লাইনে! শহর থেকে গ্রামাঞ্চলের পড়ুয়াদের টেস্টের প্রস্তুতিই বা কতটা-সব নিয়ে কপালে চিন্তার ভাজ অভিভাবকদেরও। অভিভাবিকা মৌসুমি চট্টোপাধ্যায়ের গলাতেও উঠে আসছে উদ্বেগ । অতিমারির মধ্যে ভালো করে লেখাপড়া করতে পারে নি পড়ুয়ারা। স্কুল বন্ধ, সকলের নেই প্রাইভেট টিউটরও । অনলাইন ক্লাসের সুবিধাও নেই অনেকের। কী হবে তাদের ? প্রশ্ন অভিভাবক মহলে।
তবে, টেস্ট হবে কি হবে না ? সেই প্রশ্নে এখন সরকারি নির্দেশের অপেক্ষাতেই শিক্ষক মহল, অভিভাবক অভিভাবিকা থেকে ছাত্রছাত্রী সকলেই।