নারদ কান্ডে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি ঘিরে প্রশ্ন অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৭মেঃ তৃণমূল নেতাদের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। নারদ কান্ডের তদন্তে সিবিআই গ্রেপ্তার করেছে রাজ্যের মন্ত্রী , কলকাতার  প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম , সুব্রত মুখোপাধ্যায়কে। গ্রেফতার করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে,  এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও । সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে গ্রেপ্তারির  মেমোয় সই করানো হয় এই চার নেতাকে।

তবে এই গ্রেপ্তারির সময় নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী বলেন, সিবিআই বাংলার প্রাক্তন  এবং বর্তমান মন্ত্রীদের, বাংলার  রাজনৈতিক নেতাদের এই রকম করোনার বাতাবরণে  গ্রেপ্তার করেছে । তিনি প্রশ্ন করেন, তাদের স্বাস্থ্য, নিরাপত্তার দায়িত্ব কে নেবে ?

বিজেপি’তে যাওয়া নেতাদের গ্রেপ্তার করেনি সিবিআই। এই প্রসঙ্গে  অধীরের সংযোজন   ‘কাউকে ধরা হবে, কাউকে ছাড়া হবে এটা কোন নিয়ম হতে পারে না’।

অধীরের মন্তব্যে পরিষ্কার, এই গ্রেপ্তারিতে খুশি নয় কংগ্রেস শিবির।

এই গ্রেপ্তারি এগিয়ে আনা যেতো বা পিছিয়ে দেওয়া যেতোও বলেই মনে করেন অধীর।

আগেও অধীর বিজেপি’র কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার  অভিযোগ এনেছিলেন।

এদিন অধীর চৌধুরীর বক্তব্য কার্যত অক্সিজেন যোগাবে তৃণমূল কংগ্রেসকে। রাজনৈতিকভাবে প্রদেশ কংগ্রেসের সভাপতির এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হছে। নির্বাচনের পর  এই গ্রেপ্তারি কাছাকাছি এনে দিন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে।

দলের নেতাদের গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে নিজাম প্যালেসেই ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।