নাম ছিল প্রথম লিস্টে, নির্দল প্রার্থী হলেন সন্তোষ ঝাওর

Published By: Madhyabanga News | Published On:

দাদার পর এবার ভাইও নির্দল হয়ে পৌর ভোটে প্রার্থী।  মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বহরমপুরে প্রশাসনিক ভবনে এসে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন দিলেন ভরত ঝাওয়ের ভাই সন্তোষ ঝাওর।  তবে তার দাবি, দাদার সাথে বিষয়টিকে মেলালে হবে না। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত তালিকায় নাম ছিল সন্তোষ ঝাওরের।

বেলডাঙা পৌরসভার  ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন  সন্তোষ ঝাওর।  সন্তোষ ঝাওর দাবি করেন,   তৃণমূল কংগ্রেসের প্রথম  প্রকাশিত প্রার্থী তালিকায় তার নাম ছিল, যদিও পরবর্তীতে যে তালিকা সামনে আসে সেখানে নাম বাদ যায়। দেখা যায় তালিকায় ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর নাম  হাসিবুর রহমান।

তৃণমূলে তালিকা থেকে  নাম বাদ যাওয়াতেই  নির্দল হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সন্তোষের। সন্তোষ বলেন, জিতে আসলে যারা উন্নয়ন করবে তাদেরই সমর্থন করবো।