নাম কাটা গেলেই হুমকি। নিরাপত্তা কে দেবে ? আশা, আইসিডিএস বিক্ষোভ মুর্শিদাবাদ জুড়ে

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ   আবাস যোজনায় ফের হুমকির অভিযোগ মুর্শিদাবাদে। পাশাপাশি লিস্ট নিয়ে অসংগতির অভিযোগও তুলেছেন আশাকর্মীরা। আশাকর্মীদের দাবি, আবাস লিস্টে নাম বাদ গেলে হুমকি দিচ্ছেন গ্রামের মানুষ । হুমকিতে প্ররোচনা দিচ্ছেন পঞ্চায়েতের প্রধান উপ প্রধান থেকে মেম্বাররা। এই অভিযোগে ভরতপুর ২ ব্লকে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। আশা কর্মী ইউনিয়ানের নেত্রী মুজিদা পারভিনের   দাবি, গড়িমসি করা হচ্ছে নিরাপত্তা নিয়ে । বাড়ছে বিপদ।  আশাকর্মীদের অভিযোগ,ফোনেও হুমকিও দেওয়া হচ্ছে। টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে হুমকিও দেওয়ার অভিযোগ এনেছেন আশাকর্মী মহসিনা খাতুন । প্রশাসনকে জানানোর পরেও বাড়িতে চড়াও হচ্ছেন গ্রামের মানুষ। কাজ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন আশাকর্মীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেন্দু সর।

আবাসে সার্ভের পর নিরাপত্তার দাবিতে এদিনই  খড়গ্রাম ব্লকে বিডিওকে ডেপুটেশন দিলেন আইসিডিএস  কর্মীরা । আশা কর্মীদের অভিযোগ, লিস্ট সামনে আসতে গ্রামে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। হুমকি দিচ্ছেন গ্রামের মানুষ। আইসিডিএস কর্মীদের দাবি, বাড়িতে চড়াও হচ্ছেন গ্রামের মানুষ। মানুষকে ভুল বোঝাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাই।
এদিন এই দাবিতে বিডিওকে স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা না দেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান আইসিডিএস  কর্মীরা। এদিন আইসিডিএস  কর্মীদের নিরাপত্তার দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন খড়গ্রামের বিডিও বাপি ধর ।