পড়া থামিয়ে বিয়েতে ‘না’; বেঁচে থেকেই লড়তে হবে, কিশোরীকে বোঝালেন সরকারি আধিকারিকরা

Published By: Madhyabanga News | Published On:

খাগড়াঘাট ষ্টেশন থেকে বেলডাঙ্গায় অফিসে যাওয়ার পথে বহরমপুরে ভাগীরথীর উপর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজ। আর সেই ব্রিজেই এক কিশোরীকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বেলডাঙা ২ ব্লক প্রশাসনের এক কর্মীর। বৃহস্পতিবার  অটো দাঁড়  করিয়েই রেলিং টপকানোর চেষ্টায় মেয়েটিকে আটকে দেন সরকারি কর্মচারী  শুভাশিস ঘোষ ।

জানা যায় , পড়াশোনা বন্ধ করে মেয়ের বিয়ে ঠিক করেছিল পরিবার। কিন্তু রাজি হয়নি ছাত্রী।। বাড়ি থেকে বেড়িয়ে বহরমপুর এসে ভাগীরথীর উপর ব্রিজের রেলিং এ উঠে পড়ে আত্মহত্যার জন্য। যদিও হয় শেষ রক্ষা। ব্রিজে যাওয়ার পথে সন্দেহ হওয়ায় কিশোরীকে আটকান বেলডাঙা ২ ব্লক প্রশাসনের কর্মী শুভাশিস ঘোষ।

পরে কিশোরীকে বেলডাঙ্গা ২ ব্লকে আনা হয় ওই কিশোরীকে । এই ঘটনায় হতবাক সকলেই। জানা যায়, বছর ১৫-র ঐ কিশোরী কান্দির গোকর্ণ নিত্য গোপাল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি কান্দির হিজল গ্রাম পঞ্চায়েতের আমিত্যা গ্রামে। হোমে নিয়ে যাওয়া হলেও বাড়ি ফেরার মত জানায় কিশোরী। পরিবারকে কড়া হুশিয়ারি দেওয়া হয়।

কিশোরীকে প্রশাসনের কর্তারা বোঝালেন, বেঁচে থেকেই লড়াই করতে হবে। চালিয়ে যেতে হবে পড়াশোনা।