নশীপুর রেলব্রীজ দ্রুত চালু হোক, দাবি মুর্শিদাবাদ চেম্বার অফ কমার্সের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের নশীপুর রেলব্রীজ দ্রুত চালু করা, বহরমপুর রেল উড়ালপুল চালু সহ রেলের কাছে বিভিন্ন দাবিতে বহরমপুর স্টেশনে সভা করল মুর্শিদাবাদ ডিস্ট্রিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি । দীর্ঘদিন ধরে নশীপুর রেলব্রীজ চালু করার দাবি তুলে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি। তাদের দাবি এই রেল্ব্রীজ চালু হলে জেলার অর্থনৈতিক উন্নতির সাথে সাথে শিল্পের উন্নতিও ঘটবে। মঙ্গলবার সকালে বহরমপুরে কোর্ট স্টেশনের বাইরে অবস্থানে সামিল হন মুর্শিদাবাদ ডিস্ট্রিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সদস্যরা। এর পাশাপাশি এদিন একটি স্মারকলিপিও প্রদান করা হয় এদিন।

মুর্শিদাবাদ ডিস্ট্রিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির জেলা সভাপতি শেখর মারোঠী বলেন, জেলার উন্নয়নই আমাদের লক্ষ্য। নশীপুর রেলব্রিজ চালু, মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের দাবি আমরা জানিয়েছি। নশীপুর রেলব্রিজ চালু হলে পর্যটন শিল্পেও জেলা অনেক এগিয়ে যাবে। জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

মুর্শিদাবাদ ডিস্ট্রিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য বলেন, ২০০৪ সালের ৩০ এ ডিসেম্বর শিলান্যাস হয়েছিল নশীপুর রেলব্রিজের। নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখনও বন্ধ হয়ে পড়ে আছে ব্রিজ। নশীপুর রেলব্রিজের সাথে জেলার বিকাশ জড়িত। এই ব্রিজের উপর আমাদের জেলার অর্থনীতি অনেকটাই জড়িত। আমরা চাইছি, আইনি জটিলতা মিটিয়ে নশীপুর রেলব্রিজে ট্রেন চলাচল চালু হয়।