নশিপুর রেলব্রিজের কাজ শুরু আগামীকাল! নতুন বছরেই চলবে ট্রেন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  জমি জটে  কাজ থমকে ছিল নশিপুর রেল ব্রিজের কাজ। সেই কাজ শুরু হচ্ছে আগামীকাল। মঙ্গলবার  মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানান, কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হবে । প্রসঙ্গত, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয় । ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জের দিকে দুটি মৌজা চর মহিমাপুর ও মাহিনগর দিয়ারে মোট সাড়ে সাত একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই কারণেই আটকে ছিল নশিপুর রেলব্রিজের কাজ। বিধায়কের আশ্বাস, পরে থাকা জমি নিয়ে মিটেছে জট। তাই শুরু হবে কাজ। বিধায়কের আশ্বাস কয়েক মাসের মধ্যেই শেষ হবে কাজ। সব ঠিক মতো থাকলে নতুন বছরে নশিপুর রেলব্রিজের ওপর দিয়ে চলবে রেলগাড়ি, অনেক সমস্যা মিটবে জেলার মানুষের।