এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চেয়েছেন, যে আমার ভাইপো তাকে আমি সন্তানের মতো মানুষ করেছি, তার যেন ক্ষতি না হয়ঃ অধীর

Published on: September 27, 2021

সামসেরগঞ্জে ভোটে মুখোমুখি তৃণমূল আর কংগ্রেস। অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট জেলার রাজনীতির। এবার  প্রচারের শেষ দিনে বহরমপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন, অভিষেককে দিল্লি নোটিশ পাঠাতেই তাঁকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অধীরের উক্তি, “ সেদিন মমতা ব্যানার্জি  দিল্লিতে  গিয়ে নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চেয়েছেন, যে আমার ভাইপো তাঁকে আমি সন্তানের মতো মানুষ করেছি, তার যেন ক্ষতি না হয়। মমতা ব্যানার্জী রাজনাথ সিংহ, নিতিন গাটকারি, মোহন ভাগবতের সঙ্গে সম্পর্ক রেখে চলেন” ।

অধীরের অভিযোগ , “ মোহন ভাগবতের চাপে পড়ে আপনার ভাইপো ( অভিষেক ব্যানার্জি)  গ্রেফতার হল না। আপনি তো ম্যানেজ করে নিয়েছেন” ।

অধীরের দাবি বিজেপি’র শর্ত মেনেই কংগ্রেস বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করেন অধীর বলেন, “  ভাইপোকে ডাকার পর থেকে বিজেপির সঙ্গে আঁতাত আপনার বেড়ে গেল। বিজেপির একটাই  বক্তব্য কংগ্রেস মুক্ত ভারত। আপনি সেই বিজেপি পার্টির এজেন্ডাকে  এই বাংলায় চালু করছেন। কংগ্রেসকে ধ্বংস করার কথা বলছেন আপনি” ।

রাজ্যে তিন আসনে নির্বাচনে দিন ঘোষনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন ভবানীপুরে লড়বে না কংগ্রেস। এরপর দুই দলের সম্পর্কের নতুন সমীকরণও শুরু হয়।

কিন্তু মুর্শিদাবাদে সামসেরগঞ্জ আসনে নির্বাচনকে ঘিরে ফের মুখোমুখি দুই দল। সামসেরগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস, সিপিআই(এম) এবং বিজেপি।

তৃণমূল বিরোধিতার এক ইঞ্চি জমিও অন্য কাউকে ছাড়তে নারাজ কংগ্রেস। জেলায় প্রচারে এসে কংগ্রেস এবং অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দোপাধ্যায়। এর পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now