নব জোয়ারেও পুনর্নিবাচন বহরমপুরে, লাইন দিয়ে ভোট দিলেন তৃণমূল নেতারা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  তৃণমূলের নব জোয়ারেও পুনর্নিবাচন বহরমপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রায়” প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে বিশৃঙ্খলার ছবি উঠে এসেছিল বহরমপুর। বহরমপুর স্টেডিয়ামে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরেন তৃণমূল নেতারা। ওঠে ভুয়ো ভোট, ছাপ্পার অভিযোগ। বুধবার  পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের পুনরায় ভোট হল রেজিনগর বিধানসভার ৬ টি পঞ্চায়েতের জন্য । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রায়” প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে বিশৃঙ্খলার ছবি উঠে আসে মুর্শিদাবাদে। রবিবার প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হল বহরমপুর স্টেডিয়ামে। গোটা প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব আর অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান দলেরই একাংশ। ধস্তাধস্তি, চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে । দাদপুর, আন্দুলবেড়িয়া ২ সহ বেশ কয়েকটি অঞ্চলের প্রার্থী বাছাইয়ের ভোট গ্রহণের সময় বুথে বিশৃঙ্খলার ছবি উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে হয় পুনরায় ভোট গ্রহণ । এদিন রেজিনগর বিধানসভার ৬টি অঞ্চলের প্রার্থী বাছাইয়ের ভোট হয়।

এদিন ভোট প্রক্রিয়ার তদারকিতে দেখা যায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সহ জেলা তৃণমূল নেতৃত্বকে । এদিন শান্তনু সেন জানান বেলডাঙা ২ ব্লকের ৬টি অঞ্চলের যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা এদিন ভোট দানে অংশ নিয়েছেন। যতজন ভোটার ছিলেন তার মধ্যে একজন বাদে বাকিরা ভোট দিয়েছেন।