নবগ্রামে সিআইডি হানার পর মিল থেকে গায়েব চাল ! অবেশেষে উদ্ধার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ  গরু পাচার কান্ডে নবগ্রামে চালকলে সিআইডি হানার পর থেকে মিল থেকে গায়েব হয়ে গিয়েছিল চাল। সেই চাল উদ্ধারে বুধবার দিনভর চলল তল্লাশি। উদ্ধার হল কয়েক বস্তা চালও।  গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে রঘুনাথগঞ্জে  ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া জেএইচএম রাইস মিল সিল করে দিয়েছিল সিআইডি।  গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টু ঐ রাইস মিলের মালিক।  রঘুনাথগঞ্জের ‘সোনার বাংলা’ হোটেলও  সিল করে দিয়েছে  সিআইডি। সেটিও ছিল হুমায়ুন সেখ ওরফে পিন্টুর। পাশাপাশি নবগ্রামে হানা দিয়েছিল  সিআইডি । ১৪ ডিসেম্বর নবগ্রামে জেএইচএম রাইস মিলে হানা দিয়ে ১৪৬ মেট্রিকটন ধান ও ৩০৪ মেট্রিক টন চাল সিজ করে সিআইডি। মিলের এক কর্মচারীকে ওই চাল  ও ধানের  জিম্মায় রাখে সিআইডি। যদিও ১ মার্চ চালকলে তদন্তে গিয়ে সিআইডি আধিকারিকরা দেখেন, গায়েব ওই ধান ও চাল। দায়িত্বপ্রাপ্ত মিল কর্মচারীর কাছ বিষয়টি নিয়ে জানতে চান গোয়েন্দারা। যদিও  ওই কর্মচারীর দাবি ছিল, ছুটিতে ছিলেন তিনি। তার মধ্যেই কেউ চাল সরিয়ে নিয়েছে।  চুরি যাওয়া চালের খোঁজে বুধবার চলে তল্লাশি। জঙ্গিপুরের  মিঞাপুর  থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চালের বস্তা।