এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নবগ্রামে তৃণমূলের ১৬’র প্রার্থী বিজেপি’তে

Published on: March 12, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ একেই বলে ফুল পাল্টি ! ঘাস থেকে পদ্মে!  ভোটের মুখে ফের দলবদল মুর্শিদাবাদে । তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ২০১৬ র ভোটে নবগ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ সাহা।

সাগরদীঘিতে একটু অনুষ্ঠান বাড়িতে ভারতীয় জনতা যুবমোর্চার কর্মী সম্মেলনের শেষে বিজেপিতে যোগ দেন তিনি ।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সুজিত দাস, যুবমোর্চার সভাপতি সুরজিৎ দাস,উত্তর মুর্শিদাবাদ বিজেপি  সংখ্যালঘু জেলা সভাপতি বদিউজ্জামান সেখ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। কেন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি তে এলেন? উত্তরে  নবগ্রামে তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে ক্ষোভ জানান দিলীপ সাহা।

যদিও এই দলবদলকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

এই আসনে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন ২০১৬ র ভোটে সিপিআই(এম)’এর প্রতীকে জেতা কানাই চন্দ্র মন্ডল। প্রার্থী হওয়ার জন্যই দিলীপ সাহা দল বদল করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নবগ্রামে বিজেপি’র প্রার্থী হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন জেলার একাধিক নেতা। কার ভাগ্যে শিকে ছেঁড়ে, সেটাই এখন দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now