নবগ্রামে অভিষেকের ভরসা লক্ষ্মীর ভান্ডারই

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, নবগ্রামঃ  মুর্শিদাবাদে লাস্ট রাউন্ডে অভিষেক বন্দোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। জন সংযোগ যাত্রায় নবগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করলেন লক্ষ্মীর ভান্ডারকেই । এদিন বহরমপুর জেলা নেতৃত্বের সাথে বৈঠক শেষে নবগ্রামের ভোলাডাঙা ফুটবল ময়দানে জনসভায় যোগ দেন তিনি। সেখানেই মুর্শিদাবাদে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি স্কিমের  পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক দাবি করেছেন, মুর্শিদাবাদে ১৬ লক্ষ ৮৩ হাজার মহিলা লক্ষীর ভান্ডার পাচ্ছেন । ৬৪ লক্ষ ছাত্রছাত্রী  ঐক্যশ্রীর স্কলারশিপ পাচ্ছে । ২১ লক্ষ মানুষ  স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাচ্ছে । এদিন অভিষেক দাবি বলেন , ” সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে রাস্তাশ্রী, পথশী রাজ্য সরকার করছে। ১০ পয়সার অবদান কেন্দ্রের নেই” । কেন্দ্রের বঞ্চনা নিয়েও ভাষণে সরব ছিলেন অভিষেক। তবে অন্যদিকের ভাষণের মতো নবগ্রামে ইডি, সিবিআই-এর প্রসঙ্গ টেনে আনেন নি অভিষেক বন্দোপাধ্যায়।