নদী ভাঙন নিয়ে অভিযোগ দিলীপের, কেন্দ্র টাকা পাঠায়, দাবি দিলীপের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নদী ভাঙন মোকাবিলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন নিমতিতা বিএসএফ ক্যাম্পে যান তিনি। বিএসএফ কর্তাদের সাথে বৈঠকের পরেই স্পিড বোটে ঘুরে দেখলেন সামসেরগঞ্জের বিভিন্ন ভাঙন কবলিত গ্রাম।

ধানঘরা থেকে ধুসরিপাড়া, পদ্মাতলা থেকে শিবপুর, চাচন্ড, লোহরপুর, প্রতাপগঞ্জ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের পর রাজ্যের শাসক দল ও সরকারকে তীব্র কটাক্ষ করতেন বিজেপি নেতা।

দিলীপ ঘোষ বলেন , “ গ্রামের মানুষ চিন্তায় আছে। স্থায়ী সমাধান দরকার আছে। কেন্দ্রের টাকাতেই সব চলছে। আর সেটা খরচ করছে রাজ্য সরকার, স্থানীয় কিছু লোক মিলে লুঠ করে নিচ্ছে। কেন্দ্র সরকার টাকা পাঠায়, সেটা প্রতি বছর লুঠের ব্যাপার হয়ে গিয়েছে ”।
দিলীপের দাবি, “ ২৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। সেখানে বালির বস্তা নিয়ে এসে ফেলা হচ্ছে, তাতে কোন সমাধান হবে না”।