নদী ভাঙন চলছেই, আতঙ্কে সামসেরগঞ্জবাসী

Published By: Madhyabanga News | Published On:

রাতের অন্ধকার হোক বা দিনের আলো- যে কোন সময়ে ধসে যাচ্ছে নদী পাড় । ফাটল ধরছে পাড়ে৷ । ক্রমশ নদী গিলে খাচ্ছে জমি জায়গা , ভিটে মাটি। নদীর জলস্তর কমায় লাগাতার ভাঙন চলছেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সর্বস্ব। ভাঙন চলছেই ধানঘরা সহ সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের নতুন জালাদিপুরে। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। রবিবার সকাল থেকেও ভাঙন অব্যাহত। ইতিমধ্যে প্রায় ৫০০ মিটার এলাকা নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ধানঘরার ২০০ মিটার এলাকা জুড়ে ভাঙন হয়েছে এই ক দিনেই । আম বাগান, লিচু বাগান, বসত ভিটে- বিলীন হচ্ছে গঙ্গার জলে। আতঙ্কে ঘুম নেই ভাঙন কবলিত দের। ভয়াবহ ভাঙনের অভিশাপ থেকে মুক্তি চান ক্ষতিগ্রস্তরা। পুনর্বাসন নিয়েও বাড়ছে ক্ষোভ।

ভাঙন এক জ্বলন্ত সমস্যা সামসেরগঞ্জের। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে আর কতদিন বাঁচবেন ? পরিবার পরিজন নিয়ে যাওয়ার পথ কোথায়? এইসব প্রশ্ন আর হতাশা জন্মেছে নদী পারের বাসিন্দাদের মনে। আর ভাঙনের সাথেই রাজনৈতিক তরজাও তুঙ্গে।
রাজনীতি নয়, অসহায়দের দুর্দশা কাটাতে অবিলম্বে ভাঙন রোধে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।