নদী পারে ধস, ভাঙনে বিধ্বস্ত সামসেরগঞ্জের উত্তর চাচন্ড

Published By: Madhyabanga News | Published On:

বসত ভিটে নেই, সন্তানদের নিয়ে বিড়ি বেঁধে কোনরকমে সংসার চালান মোমিনা বিবি। মাথা গোজার ঠাই নেই, চোখে জল নিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় বাসিন্দা সাবনুর বিবিরও। বাড়ির দুয়ারে এসেছে গঙ্গা। নদী বাঁধেও ফাটল ধরেছে, যে কোন সময়ে ধসে যাবে ঘর বাড়ি। কোথায় যাবেন কি করবেন! ভেবে কুল কিনারা পাচ্ছেন না মোমিনা , সাবনুর বিবির মতো সারা গ্রামের মানুষ। ফের ভয়াবহ ভাঙন সামসেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের উত্তর চাচন্ড গ্রামে। নতুন করে নদী ভাঙন শুরু হওয়ায় ২০০ মিটার এলাকা গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। স্থানীয়রা বলছেন, সোমবার রাত থেকেই নদী পারে ফাটল দেখা দেয়, মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বিধ্বংসী ধস। নদী পারে শুধুই আতঙ্ক আর উৎকণ্ঠা।

প্রানে বাঁচতে স্থানীয় উত্তর চাচন্ড শিশু শিক্ষা কেন্দ্রে আশ্রয় ক্ষতিগ্রস্তদের। যদিও সেই আশ্রয়ও নিরাপদ কিনা! তা নিয়েও রয়েছে সংশয়। ভাঙন কবলিতরা বলছেন, বন্যা প্রতিরোধের জন্য তৈরি বাঁধটিও গঙ্গায় বিলীন হওয়ার মুখে। ইতিমধ্যেই একাধিক বাড়ি তলিয়ে গিয়েছে এই গ্রামেই, জমি জায়গা সর্বস্ব হারিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙনের ভয়াবহতা কোথায় নিয়ে যাবে তাদের! শঙ্কিত উত্তর চাচন্ড গ্রামের বাসিন্দারা।