নদী গিলেছে ঘরবাড়ি, ভাঙন রোধে পোস্টার হাতে নদীর পাড়ে দাঁড়ালেন এই গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২জুনঃ  নদী গিলেছে বসত বাড়ি, জমি ; সেই নদীর পাশেই পোস্টার হাতে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে সরব হলেন সামসেরগঞ্জের মানুষ।  ভাঙন প্রতিরোধের দাবি জানালেন গ্রামবাসীরা।ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে গঙ্গা পারে প্ল্যাকার্ড হাতে  বুধবার অভিনব প্রতিবাদ দেখল  মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।

বুধবার, সামসেরগঞ্জের ধানঘরা, শিবপুর, চাচন্ড সহ প্রায় ছটি গ্রামের বাসিন্দা নদীর ধারে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতীকি প্রতিবাদ করেন। গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্দোলন কর্মসূচি।

অবিলম্বে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন।