এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নদীতে স্নানে নেমে বিপদ বহরমপুরে, তলিয়ে গেল দুই কিশোর ; দেহ উদ্ধার এক জনের

Published on: June 8, 2022

বহরমপুরে নদীতে স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর। বুধবার সকালে  বহরমপুরে নিয়াল্লিশপাড়া ঘাটে  ভাগীরথীতে স্নানে নেমেছিল বেশ ওই দুই বন্ধু ।  উদ্দেশ্য ছিল নদীতে স্নান করার, সাঁতার কাটার । দুজনের মধ্যে একজন সাঁতার জানলেও দুর্ঘটনার শিকার হয়  দুজনেই। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম সোহম ঠাকুর , অর্ঘদ্বীপ মিশ্র। দুই কিশোর মোহনরায় পাড়ার বাসিন্দা। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।  এই ঘটনার পরেই ঘাটে ভিড় স্থানীয়দের। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলরও ।

অনেকেই জলে নেমে দেহ উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় থানায় এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলকে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছয় উদ্ধারকারী দল। দেহ উদ্ধারের জন্য চেষ্টা শুরু হয়।

মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর উদ্ধার হয় সোহম ঠাকুরের দেহ। যদিও আরেক কিশোরের দেহ উদ্ধারের জন্য জারি থাকে তল্লাশি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now