নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃত দেহ উদ্ধার হল শনিবার। শিবের গাজন উপলক্ষে ভরতপুরের সন্ধিপুরের দাদন ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিন বন্ধু সায়নিক ঘোষ, রুপব্রত সাহা, রক্তিম সাহা। দুজনের দেহ উদ্ধার হলেও বাকি একজনের দেহ মেলে এদিন। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার
Published on: April 14, 2018















