নতুন রঙে জজান সর্বমঙ্গলা মন্দির Jajan Sarbamangala Mandir

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ কান্দিঃ নতুন রঙে সেজে উঠছে জজান সর্বমঙ্গলা মন্দির Jajan Sarbamanga Mandir চত্বর । মুর্শিদাবাদ জেলার কান্দি kandi মহকুমা এলাকায় পর্যটক ও ভক্তদের অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দু হাজার বছরের পুরনো এই মন্দির । এই মন্দিরের চত্বরে এখন নতুন রঙের প্রলেপ পড়ছে । কান্দি বাসস্ট্যান্ড থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের বিভিন্ন অংশে সংস্কারের কাজ চলছে । কথিত আছে, এক সময় এই মন্দির চত্বরে গুহায় থেকে সাধনা করতেন মরুতীর্থ হিংলাজ Marutirtha Hinglaj গ্রন্থের লেখক কালিকানন্দ অবধূত Abadhut । কান্দি থেকে টোটো গাড়িতে এই মন্দিরে যেতে সময় লাগে ২০ মিনিট । অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। শনিবার সেখানে দেখা গেল মিস্ত্রীরা কাজ করছেন ।

জজান সর্বমঙ্গলা মন্দির

ওই কাজের তদারকি করছেন এখানকার অন্যতম পুরোহিত বাবু রায়। তিনি এদিন জানিয়েছেন , “ আমাদের এই মন্দির নিয়ে মানুষের অনেক আগ্রহ । আনুমানিক হাজার বছরের পুরনো। এখানে মায়ের মন্দির, পুরনো সোমেশ্বর শিব মন্দির ছাড়াও অন্যান্য মন্দির রয়েছে । এখানে একটি গুহা আছে যেখানে এক সময় সাধু থাকতেন । এখনো সেখানে মাটির তলার জল রয়েছে। কালিকানন্দ অবধূত এর লেখায় এই মন্দিরের উল্লেখ রয়েছে” । সারা বছরই এই মন্দিরে ভক্তরা আসেন । তবে বৈশাখ মাসের সাত তারিখ থেকে ‘অধিবাস’ শুরু হয় । এগারো তারিখ পর্যন্ত ওই ‘অধিবাস’ চলে । সেসময় এখানে প্রচুর ভিড় হয়। হোম সংক্রান্তিতেও প্রচুর মানুষ আসেন । দুর্গাপূজার সময় নিয়ম করে পুজো হয় মন্দিরে । তাছাড়া সারা বছরই পালি করে পুরোহিতরা পুজো করেন এই মন্দিরে । পৌষ মাস পর্যটকে ভরা থাকে কান্দির জজানের সর্বমঙ্গলা মন্দির চত্বর ।