মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বহরমপুর শহরে পদ যাত্রা তৃনমূল কংগ্রেসের। পদ যাত্রায় সামিল হন জেলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মী সকলেই। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা।
এই পৃথিবীর একই রুপ, একই আকাশ, বাতাস, সিমানা থেকে সিমানা ছরিয়ে একই প্রানের বিকাশ। এই আশা নিয়েই শুরু হল নতুন আর একটি বছর। বাংলা নববর্ষে জেলার প্রত্যেক মানুষ যেন সুখে, শান্তিতে থাকে, এই কামনা নিয়েই রবিবারের সকালটা অন্যভাবে কাটালেন তৃনমূল কংগ্রেস নেতা কর্মীরা। বহরমপুরে এক বর্ণাঢ্য শোভা যাত্রায় সামিল হলেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা, বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি নাড়ু গোপাল মুখোপাধ্যায় সহ তৃনমূল নেতা কর্মীরা। দলীয় অফিস থেকে শুরু করে পদযাত্রা পরিক্রমা করে শহরের বিভিন্ন এলাকা। নতুন বছ্রে সকলকে শুভেচ্ছা জানালেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা