নতুন করে ভয়াবহ ভাঙনের কবলে কুলিদিয়ার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিদিয়ার চরে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। ইতিমধ্যেই প্রায় ৫০ টি বাড়ি গঙ্গা বক্ষে তলিয়ে গিয়েছে। গঙ্গার জলে তলিয়ে গিয়েছে রাস্তা, চাষের জমি। শুর হয়েছে ভয়ঙ্কর তাণ্ডব, ভাঙছে নদী পার। শনিবার রাত থেকে নতুন করে শুরু হয়েছে এলাকায় নদী ভাঙন, এখনও পর্যন্ত গঙ্গা বক্ষে তলিয়ে গেছে ৫০টির উপর বাড়ি। ভাঙনের ভয়াবহতায় সর্বহারা মানুষজন খুঁজছেন নিরাপদ আশ্রয়। গঙ্গা তিরবর্তী অনেক বাসিন্দাই নিজেরাই তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। শনিবার রাত থেকে ভাঙন শুরু হওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে গঙ্গা পারের বাসিন্দাদের, রবিবার সকাল থেকেই উৎকণ্ঠা আর আতঙ্কের সেই ছবি দেখা গেল কুলিদিয়ার চর এলাকার বাসিন্দাদের মধ্যে। গঙ্গা ভাঙ্গন রোধে ফারাক্কা ব্যারেজ ও সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।