নতজানু অভিষেক , শুনলেন বজ্রপাতে স্বজনহারাদের যন্ত্রনার কথা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৯জুনঃ মঞ্চে বসে পড়লেন  নতজানু হয়ে, স্বজন হারানো মানুষের পায়ের কাছে । অভিষেক  শুনলেন জঙ্গীপুরের মির্জাপুর নওদার মানুষের স্বজনহারানো যন্ত্রনার কথা। এই রকম চিত্রই উঠে এল বুধবার রঘুনাথগঞ্জের মির্জাপুরে।  বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদে আসেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নতজানু অভিষেক

কলকাতা থেকে রওনা দিয়ে প্রথমে হেলিকপ্টারে করে বহরমপুরে  নামেন। বহরমপুরে বজ্রপাতে মৃত দুই ব্যক্তির পরিবারের সাথে দেখা  করে উড়ে যান রঘুনাথগঞ্জ। এদিন রঘুনাথগঞ্জের নওদা মাজারের মাঠে  অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হেলি

কপ্টার অবতীর্ণ হয়। সেখানেই একটি  শিবিরের মধ্য দিয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানান অভিষেক ।

সোমবার  জঙ্গিপুর মহকুমাতেই বজ্রপাতে মারা গিয়েছেন ৭ জন।  এদিন মঞ্চে বেশ কিছুক্ষন কথা বলেন মৃতদের আত্মীয়দের সাথে। হাতে তুলে  দেন আর্থিক সহায়তা।

উপস্থিত ছিলেন প্রতি মন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ  জেলা তৃনমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান সহ তৃনমূল  নেতা কর্মীরা।  আপনজন হারানোর কষ্টের মধ্যেই শিবিরে এসে তৃনমূল

নেতৃত্বের আশ্বাস পেয়ে  আর্থিক ক্ষতিপূরণ, সহায়তার আশ্বাস পেয়ে  কিছুটা স্বস্তিতে মৃতদের পরিবার।