নকল ডেথ সার্টিকিকেট বানিয়ে অর্থ আত্মসাৎ করল স্ত্রী, মুর্শিদাবাদে বিপাকে স্বামী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে বীমা পলিসির অর্থ আত্মসাৎ করেছেন স্ত্রী, ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন টাকা, দখল করেছেন জমি, এই সব অভিযোগ নিয়ে থানার দারস্থ হলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার কুমড়াই গ্রামের বাসিন্দা নুরজামাল সেখ। নুরজামাল সেখের দাবি, সৌদি আরবে কাজ করতেন তিনি। ডিসেম্বর মাসে দেশে ফেরেন। দেশে ফিরে জানতে পারেন, বেসরকারি একটি জীবনবীমা সংস্থায় তার প্রাপ্য টাকা তুলে নিয়েছেন স্ত্রী। সেখানে দাখিল করা হয়েছে নুরজামাল সেখের ডেথ সার্টিফিকেটও। ওই ব্যক্তির দাবি, চাষের জমিও দখল করেছেন স্ত্রী। দেওয়া হচ্ছে খুনের হুমকি।
বুধবার ফের বড়ঞা থানার দারস্থ হন ঐ ব্যক্তি। দাবি করেন, ডিসেম্বর থেকে একাধিকবার পুলিশের কাছে গেলেও কোন সূরাহা মেলেনি। নুরজামাল সেখ বলেন, আমার মৃত্যু হয়েছে দাবি করে বহরমপুরের একটি ব্যাঙ্ক থেকে কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ওই পলিসির নমিনি ছিলেন স্ত্রী।
আদালতেরও দারস্থ হয়েছেন ওই ব্যক্তি । নুরজামাল সেখের দাবি, প্রায় ২০১৮ থেকে যোগাযোগ রাখেন না স্ত্রী । এই বিষয়ে যদিও এখনও ওই ব্যক্তির স্ত্রীর কোন প্রতিক্রিয়া মেলেনি।