নওদার পঞ্চায়েতে অনাস্থায় অনড় TMC বিদ্রোহী সদস্যরা

Published By: Madhyabanga News | Published On:

পঞ্চায়েত সমিতির পর এবার পঞ্চায়েতে অনাস্থা নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশ অমান্য করেই  অনাস্থায় অনড়  কেদারচাঁদ  পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্রোহী সদস্যর।  মঙ্গলবার  বিকেলে অনাস্থা প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়ায় নওদা ব্লকে। অনাস্থায় অনড় ১৩ জন গ্রাম পঞ্চায়েত  সদস্যের মধ্যে ৭ জন সদস্য এদিন ব্লকে  বিডিও’র কাছে উপস্থিত হয়ে অনাস্থার পক্ষে  মতামত জানান।

দুই পক্ষের বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । সৃষ্টি হয় উত্তেজনা ।

এদিন দলের নির্দেশে দলীয় দপ্তরে না এসে বিদ্রোহী সদস্যরা বিডিও অফিসে গিয়ে মত জানানোয় বেজায় চটেছেন বিধায়ক সাহিনা মমতাজ।  বিধায়ক জানান, কাল সকলে মিলে বসে ঠিক করেছিলাম অনাস্থা আনা যাবে না। কাল সন্ধেবেলাতেও বসেছিলাম। আজ হেয়ারিং ছিল। আমরা বলেছিলাম, যেন হেয়ারিং না হয়।

বলেন, শান্তভাবে বুঝিয়েছেন সদস্যদের। প্রধান অপরাধ করলে বসে আলোচনা করে শাস্তি দেওয়ার কথাও বলেন। ওনারা দল বিরোধী কাজ করছেন সেটা জেলা সভানেত্রীকে জানাবেন।

ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ  ও  তার অনুগামীরা এদিন গরহাজির থাকেন বলে অভিযোগ। এদিনের ঘটনায় ব্লক সভাপতির ইন্ধন আছে বলেও ইঙ্গিত দেন বিধায়ক।

জেলা সভাপতির কড়া নির্দেশ আনা যাবেনা অনাস্থা। তার পরেও কেদারচাঁদ  পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষুব্ধদের বিদ্রোহ কোনদিকে যায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।