ধানের জমি থেকে উঠে আসা চানু অলিম্পিক্সে পদক এনে দিল দেশকে

Published By: Madhyabanga News | Published On:

ধানের জমি হয়ে কাঠ মাথায় বাড়ি ফিরছেন মীরাবাই চানু। এই দৃশ্য কদিন আগেও দেখেছেন মণিপুরের নংপক কাকচিং এলাকার । সেই মেয়েকেই দেশের হয়ে পদক এনে দিতে দেখে খুশির বাঁধ ভেঙ্গেছে ইম্ফল লাগোয়া ছোট্ট গ্রামে।

 

ছোট থেকেই তীরন্দাজী, ফুটবলের নেশা ছিল মীরাবাইয়ের। কিন্তু পরে ঝোঁক জন্মায় ভারত্তোলনে। বাড়ি থেকে ১৮ কিলোটার দূরে স্টেডিয়ামে নিয়মত প্র্যাকটিসে যেতেন মীরাবাই।

টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিয়েছে মীরাবাই চানু। ২৬ বছর বয়সি চানু ভারত্তোলনে  জিতে নিয়েছে রুপো।