এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ধর্মঘটে মিছিল বাম- কংগ্রেসের

Published on: November 26, 2020

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৬ নভেম্বরঃ জেলাজুড়ে ধর্মঘট সফল করতে পথে নামল বামেরা। বেশ কিছু স্থানে বামেদের সাথে পথে নামে কংগ্রেসও।
নয়া শ্রম ও কৃষি আইনের প্রতিবাদ, সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরনের বিরোধিতায় ২৬ শে নভেম্বর দশ শ্রমিক সংগঠনের ডাকে সাধারন ধর্মঘট পালনে সকাল থেকেই নানান কর্মসূচি নেওয়া হল বামেদের তরফে। বৃহস্পতিবার সকালে বহরমপুর শহরে মিছিল করল বাম শ্রমিক সংগঠনগুলি, মিছিলে সামিল কংগ্রেস নেতা কর্মীরাও । এদিন বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। দলীয় ঝাণ্ডা হাতে মিছিলে পা মেলান বাম ও কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। ব্যাঙ্ক, বিমা, রেল, কয়লা, প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারিকরন, শ্রমিক কৃষক বিরোধী শ্রম আইন সংশোধন এবং অত্যাবশকিয় পণ্য আইনের সংশোধনের প্রতিবাদ সহ ৭ দফা দাবিকে সামনে রেখে শহর জুড়ে মিছিল হয়। ধর্মঘটে সাড়া মিলছে,দাবি সিআইটিইউ নেতাদের।
সকালে মিছিল হয় ইসলামপুর, ডোমকল। হরিহরপাড়া সহ বিভিন্ন ব্লকে। রঘুনাথগঞ্জে সিপিআই(এম) এবং কংগ্রেস কর্মীরা যৌথ মিছিল করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now