ধনতেরাসে শুভ ঝাড়ু, লবন কেনাও , আর কোন জিনিস ভুলেও কিনবেননাঃ Dhanteras things to buy things to avoid

Published By: Madhyabanga News | Published On:

কার্ত্তিক মাসের ত্রয়দশী তিথিতে পালিত হয় ধনত্রয়দশী বা ধনতেরাস Dhanteras  । এবছর ২রা নভেম্বর ধনতেরাস Dhanteras । প্রচলিত ধারণা ধনতেরাসে কিছু জিনিস কিনলে যেমন সংসারে শ্রী বৃদ্ধি হয় তেমন কিছু জিনিস কেনা এদিন অত্যন্ত অশুভ।আসুন জেনেনি কি কি কিনবেন আর কি কি ভুলেও কিনবেননা।

১. এদিন ঘরে আনতে পারেন পিতলের প্রদীপ, বাসন, লক্ষী গণেশের মূর্তি। পিতলকে ধন্বন্তরী ধাতু মনে করা হয়, তায় ধনতেরাসে পিতল কেনা শুভ। ২. সোনা বা রুপোর কয়েন বা অলংকার সমৃদ্ধির প্রতীক হিসেবে কিনতে পারেন এদিন।

ধনতেরাসে সোনা রুপো কেনা অনেকেরই সামর্থের মধ্যে থাকেনা তবে এর পাশাপাশি কয়েকটি সাধারণ জিনিস যা সংসারে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে কিনে আনতে পারেন সহজেই।

৩. এছাড়াও নারকেলের ঝাড়ু, ধনে বীজ ও লবন কিনে আনলে ঘরের নেতিবাক শক্তি দূর হয় বলে মানা হয়.

আর এদিন ভুলেও কিনবেন না যে জিনিস গুলি – লোহার সামগ্রী, কালো রংয়ের সামগ্রী, কাঁচের সামগ্রী, কিংবা অ্যালুমিনিযামের সামগ্রী, সরষের তেল ও তিলের তেল।

ধনতেরাসের দিন লক্ষী দেবীর সামনে সোনা, রুপো অথবা পিতলের প্রদীপ সরষের তেলে জ্বালিয়ে রাখলে তা অত্যন্ত শুভ ফল দায়ক বলে মনে করা হয়।