দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ, হিমবাহ; বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের -Climate Change

Published By: Madhyabanga News | Published On:

জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলছে হিমালয়ের উপর।  হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে । দ্রুত বরফ গলায়  হিমালয়- কারাকোরাম অঞ্চলের সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে  জলপ্রবাহ ভয়ঙ্কর ভাবে বেড়ে যেতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।  হিমালয়- কারাকোরাম অঞ্চলকে এশিয়ার জলস্তম্ভ বলা হয়। পৃথিবীর সবথেকে বেশি হিমবাহে আবৃত পার্বত্য অঞ্চল  হিমালয়-কারাকোরাম অঞ্চল। ১০০ কোটির মতো মানুষ এই অংশের  জল সম্পদের ওপর নির্ভরশীল। সেজন্যই  এখানকার জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলির জলপ্রবাহের বিষয়টি অত্যন্ত চিন্তার।

‘সায়েন্স’ পত্রিকায়  হিমালয় কারাকোরাম অঞ্চলের হিমবাহ এবং জলের বিষয়ে গবেষণা করে প্রবন্ধ লেখা হয়েছে।   একটি প্রবন্ধে বলা হয়েছে ২০৫০ সাল পর্যন্ত লাগাতার  এই এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পাবে।  মরশুমি জলপ্রবাহ বৃদ্ধি পাবে।   ইন্দোর আইআইটি-র সহকারী অধ্যাপক ডঃ মহম্মদ ফারূক আজম Farooq Azam একটি নিবন্ধ প্রকাশ করেছেন। এই নিবন্ধে হিমবাহ গলে জলস্তর বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।