মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আগেই মুক্তি পেয়েছিল আটটি আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সিনেমা দোস্তজী। ১১ই নভেম্বর মুক্তি পেয়েছে আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সিনেমা ‘দোস্তজী। এবার ডোমকলের একটি সিনেমা হলে এই ছবির আত্মপ্রকাশ ঘটল। শুক্রবার থেকে ডোমকলের একটি পেক্ষাগৃহে দোস্তজী দেখতে ভিড় জমান বহু দর্শক।
দোস্তজীর দুই শিশু অভিনেতা আরিফ সেখ ও আশিক সেখকে সংবর্ধনা দেন ডোমকল ব্লক তৃণমৃল সহ সভাপতি সালামতুল্লাহ সেখ। হাজির ছিল দোস্তজীর দুই নায়ক আরিফ এবং আশিক সহ আরও অভিনেতারা। ডোমকলের শিশু অভিনেতাদের এই সিমেনা দেখতেএপ্রথম শো থেকেই ভিড় জছে হলে। এই ছবি আগামী দিনে বেশ সারা মিলবে বলেই আশাবাদী হল কতৃপক্ষ।